নিউজ ডেস্কঃ আগামী ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার সংগঠনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় তারিখ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগের রাজশাহী বিভাগের প্রতিটি জেলা, উপজেলা এবং পৌরসভা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক যোগ দেন।
রবিবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন সম্মেলনের তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা সম্মেলনের আগে অন্যান্য ইউনিটের সম্মেলন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন দলীয় সাধারণ সম্পাদক। সেই অনুযায়ী বগুড়ার সব উপজেলায় সম্মেলন করে জেলা সম্মেলন সম্পন্ন করা হবে।
জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালের ১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন