শেরপুর নিউজ ২৪ ডটনেটঃ বগুড়ার শেরপুরে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মো. ফটিক মিয়া ওরফে ফছি (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের এমদাদের ছেলে বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ফটিক স্থানীয় বাজারে নৈশপ্রহরীর কাজ করে। সে পার্শ্ববর্তী এলাকার এক ব্যক্তির পঞ্চম শ্রেনী পড়–য়া মেয়েকে কৌশলে একাধিকবার ধর্ষণ করে।
রবিবার ওই মেয়ের বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তাৎণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
