এম.এ. রাশেদ ঃ বগুড়ার ধুনটে উপজেলার ২ ইউনিয়নের ৬টি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার খাটিয়ামরি উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, শেরপুর জোনাল অফিসের ডিজিএম ফকরুল আলম, পল্লী বিদ্যুৎ-২ ধুনট অঞ্চলের সহকারী জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৩ কোটি ৩০ লক্ষ ৯ হাজার টাকা ব্যায়ে নির্মিত লাইনের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এ বিদ্যুতায়নে উপজেলার গোপালনগর ইউনিয়নের বিশাড়দিয়ার, ডিগ্রির চর, চকডাকাতিয়া, সাতপাকিয়া এবং চিকাশী ইউনিয়নের জোড়শিমুল ও ছোট চিকাশী গ্রামের মোট ১৭৭৩ সংযোগ সুবিধার মধ্যে ১৫২৫টি গ্রাহকের সংযোগ চালু হলো।