শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরের গোড়তা গ্রামে শুক্রবার সন্ধ্যায় আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘কারাম পূজা’ অনুষ্ঠিত হয়েছে।
পুজা পরিদর্শন করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা এড. মহসিন রেজা, কেন্দ্রীয় সভানেত্রী রেবেকা সরেন, বগুড়া জেলা কমিটির উপদেষ্টা হরিশংকর সাহা, জেলা কমিটির সভাপতি শ্রীকান্ত মাহাতো। এসময় এলাকার নাদু চন্দ্র সিং, জিতেন চন্দ্র সিং,নিপেন চন্দ্র সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, প্রতি বছর রাধাঅষ্টমি পুর্নিমা তিথিতে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘কারাম পুজা’ অনুষ্ঠিত হয়। আদিবাসীদের দেবতা এই কারাম গাছের মাধ্যমে আত্মরা করেছিলেন বলে আদিবাসীরা নানা আয়োজনের মাধ্যমে সেই গাছকে পুর্জা অর্চনা করে থাকে।
