এম.এ.রাশেদঃ বগুড়ার ধুনট থানার এসআই মন্তাজ আলী পুনরায় পুরস্কৃত হয়েছেন। ১২ সেপ্টেম্বার ২০১৯ বৃহস্পতিবার বগুড়া পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে মাসিক কল্যাণ ও অপরাধ বিষয়ক সমন্বয় সভায় পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভ‚ঞা বিপিএম এ পুরস্কার প্রদান করেন। সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। ওয়ারেন্টভ‚ক্ত আসামী ও মাদক উদ্ধারে প্রসংশনীয় ভ‚মিকা রাখায় চলতি বছরের গত ১৬ মে মাসিক কল্যাণ ও অপরাধ বিষয়ক সমন্বয় সভায় জেলা পুলিশ সুপার কর্তৃক পুরস্কৃত হয়ে ছিলেন তিনি।