আশরাফ আলী রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘর্ষে একজন ধান ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্ততঃ ১২জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল বাসস্ট্যান্ডের অদুরে এঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুস সালাম জানান- ঢাকা থেকে বগুড়াগামী বাস একতা পরিবহন (ঢাকামেট্রো-ব-১১-৮২৩১) ও বগুড়ার শেরপুর থেকে রায়গঞ্জে নিমগাছি হাট অভিমুখি ট্রাক (বগুড়া-ব-১১-১৬৪৮) ঘটনাস্থলে মুখোমুখি সংর্ঘর্ষে এই ঘটনা ঘটে। এতে উভয় যানবাহনের সম্মুখভাগ দুমড়ে মুছড়ে যায়। ট্রাকের চালক ও ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। নিহত ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৩) বগুড়া জেলার শেরপুর ধুনুটমোড় এলাকার আজিম উদ্দিনের ছেলে।
তিনি ধান কেনার জন্য নিমগাছি হাটে ট্রাকযোগে যাচ্ছিলেন। নিহত চালক আনোয়ার হোসেন ( ৩০) একই জেলার সারিয়ারকান্দি উপজেলার আঃ রশিদের ছেলে। একই এলাকার গুরুতর আহত হেলপার শাহাদৎসহ (২৮) অন্যান্য আহতদের রায়গঞ্জ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনজিল হকের নেতৃত্বে রায়গঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ করেন। তারা নিহত ব্যবসায়ীর তহবিলে থাকা ১ লাখ ৫১ হাজার ৬০০ টাকা উদ্ধার করে তার স্বজনদের হাতে তুলে দেন। এঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।