নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মঙ্গলবার বেলা ১১ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ডকাপ টূর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ অংশগ্রহনের নিমিত্তে উপজেলা পরিষদের সভাকে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা প.প কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকতা একরামুল হক, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আঃ বারী বারেক, ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এসআই আইয়ুব আলী, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম সরকারী পাইলট হাইস্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক গিরিশ চন্দ্র, নন্দীগ্রাম মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, মোঃ এনামুল হক, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম অপু প্রমুখ।
