শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু,শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন,কৃষকলীগ নেতা আইয়ুব খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, ফরেষ্ট রেঞ্জার আব্দুর রহিম,উপজেলা কৃষি কর্মকর্তা সারমিন আকতার প্রমুখ।