শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ চাঁদা না দেয়ায় বগুড়ার শেরপুরের বেলগাড়ী ফকিরতলা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও স্বামী-স্ত্রীকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ী ফকিরতলার কাজিম উদ্দিনের ছেলে আল আমিন (৩৫) এলাকায় খাবার হোটেল ও মুদির দোকানীর ব্যবসা করে। কিছুদিন পুর্বে চান্দাইকোনা এলাকার সেলিম খন্দকারের ছেলে সম্রাট খন্দকার (৩৫) তার কতিপয় সঙ্গীকে নিয়ে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে এক লাখ টাকা চাঁদা দাবী করে।
৩১ আগষ্ট শনিবার বেলা ১০টার দিকে তারা আবারো হোটেলে বসে খাবার ও চাঁদার টাকা দাবী করে। এতে আল আমিন রাজী না হলে দুপুর ২ টার দিকে সম্রাটের নেতৃত্বে একটি মাইক্রোবাস ও ৪টি মোটর সাইকেল যোগে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে ক্যাশবাক্স হতে এক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা আল আমিন ও তার স্ত্রী লুনা বেগমকে মারপিট করে আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো হুমায়ুন কবীর জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
