নামের সঙ্গে রোদ থাকায় সৌন্দর্যেও যেন ঠিকরে পড়ছে রোদ। প্রায় দুধে আলতা গায়ের রঙ। ডাগর ডাগর চোখ। হাসিতেও স্নিগ্ধ একটা ব্যাপার লক্ষণীয়। সৌন্দর্যের মুগ্ধতা ছড়িয়েই হয়ে উঠেছেন নায়িকা। তাও আবার যেনতেন নায়কের নয়। ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের। ছবির নাম ‘শাহেনশাহ’। এ ছবিতে আরেক নায়িকা নুসরাত ফারিয়া থাকলেও নতুন এই নায়িকার ভূমিকাও কম না। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি রোদেলা জান্নাত।
পূজা উপলক্ষে ৪ অক্টোবর মুক্তি পাবে তার প্রথম অভিনীত ছবি শাহেনশাহ। তার মানে পূজাতে ঢাকাই ছবির রঙিন জগতে অভিষেক হচ্ছে সুন্দরী এ নায়িকার। রোদেলা জান্নাত কয়েকদিন আগেও মালয়েশিয়ায় পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি দেশে আসা-যাওয়া ছিল তার। বেসরকারি একটি চ্যানেলে সংবাদ পাঠের কাজও করেছেন। সেখান থেকেই হয়ে উঠছেন নায়িকা। প্রথম ছবি নিয়ে কথা বলতে গেলে কিছুটা খারাপের আভাস পাওয়া গেল এ নায়িকার। কারণ নির্ধারিত সময়ে প্রথম ছবি মুক্তি না পাওয়া। বিষয়টি নিয়ে শুধু রোদেলাই নন, এতদিন মন খারাপ করে বসেছিলেন শাকিব ভক্তরাও।বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াতেই এই মন খারাপের কারণ।