এম.এ. রাশেদঃ বগুড়ার ধুনটে দি মেসেজ ফাউন্ডেশন ঢাকা এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় বন্যার্ত ১৩০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বৈশাখী নি¤œ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
বৈশাখীর চর এলাকার শিক্ষার্থী, প্রতিবন্ধি, বয়স্ক লোকদের মাঝে চাল, ডাল, লবন, তৈল বিভিন্ন দৈনন্দিন ব্যবহৃত খাদ্য উপকরন দিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়। এছাড়াও কু-সংস্কার ও মুসলিম ধর্ম অনুযায়ী শেরক থেকে ফিরে আনতে শিশুদের গলায় ঝুলানো তাবিজ কেটে দিয়ে তাদের কে আর্থিক সহায়তা প্রদান করে দি মেসেজ ফাউন্ডেশন।
বৈশাখী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সহায়তা দেন দি মেসেজ ফাউন্ডেশন ঢাকা এর চেয়ারম্যান শাইখ মুহাম্মাদ সাইফুল ইসলাম খান মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শুব্বানের সভাপতি নাযীর আহম্মেদ সরকার, যুগ্ন সাধারন সম্পাদক জিন্নাহুর রহমান রাকিব, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম। এসময় বৈশাখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ, ইউপি সদস্য জিতেন্দ্র নাথ মন্ডল, ছাত্র অভিভাবক আফজাল হোসেন, হবিবর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।