শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরের হাজীপুুরে বেপরোয়া মোটর সাইকেলের চাপায় মো. সোহরাব হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, শুক্রবার বাদ মাগরিব শেরপুর হাজীপুরে মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তা পার হবার সময় একটি বেপরোয়া মোটর সাইকেল তাকে চাপা দেয়। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়। নিহত সোহরাব হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ এর অবসরপ্রাপ্ত সদস্য ও শেরপুর উপজেলা ছাত্রলীগের সদস্য স্মরণ এর বাবা বলে জানা গেছে।
