শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আযহা উপল্েয বিভিন্ন রুটের যানবাহনে যাত্রীদের নিকট থেকে জোরপুর্বক অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শেরপুর পৌরশহরের ঢাকা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, সিলেট ও বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া উত্তরাঞ্চলগামী বাসে যাত্রীদের নিকট থেকে প্রায় দ্বিগুন ভাড়া নেয়া হচ্ছে। তাছাড়া আভ্যন্তরীন বিভিন্ন রুটে বাস ও সিএনজি অটোরিক্সাতেও ঈদ উপল্েয অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। যাত্রীদের চাপ বেশী থাকায় অসাধু বাস মালিক ও পরিবহন শ্রমিকেরা এই অতিরিক্ত টাকা আদায় করছে। সরকারী নিদের্শনা থাকলেও তা উপো করে অতিরিক্ত ভাড়া আদায় করছে তারা অথছ যেন দেখার কেউ নেই।
যাত্রীরা জানান, শেরপুর কোচ টার্মিনাল থেকে ঢাকার ভাড়া ৩৫০ টাকার পরিবর্ততে ৬শ থেকে ৭শ টাকা নেয়া হচ্ছে।
শেরপুর থেকে ধুনটের সিএনজি ভাড়া যাত্রীপ্রতি ৩০ টাকার স্থলে ৪০ টাকা, শেরপুর থানার রানীরহাট জামাইল ভবানীপুর রুটের যাত্রীপ্রতি ভাড়া ৩০ টাকার স্থলে ৪০ টাকা নেয়া হচ্ছে। এ ব্যাপারে যাত্রীরা অভিযোগ করেও কোন লাভ হচ্ছে না। তবে শেরপুর শহর থেকে বগুড়ার সাতমাথায় চলাচলকারী করতোয়া গেটলক সার্ভিসের ভাড়া ২৫ টাকা থেকে বাড়ে নি বলে জানিয়েছেন যাত্রীরা।
Helllo to all, hⲟw is everything, Ι tһink eνery one іs gettіng
morе from this website, and youг views агe fastidious іn support οff new viewers.