শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়া শেরপুরের জনপ্রিয় নৃত্যপ্রতিষ্টান ঝংকার ললিতকলা একাডেমি মানেই নতুন চমক–প্রতি বারের ন্যায় এবারো ঈদ স্পেশাল ড্যান্স প্রোগ্রাম চলছে বিভিন্ন টিভি চ্যানেলে””তার মধ্যে জনপ্রিয় নৃত্যনুষ্টান”” Dance for u “” এটি ঈদের দিন থেকে ৬ ষ্ট দিন পর্যন্ত প্রচার করা হবে–উক্ত অনুষ্টানে পুরাতন দিনের জনপ্রিয় গানের সাথে নৃত্যপরিবেশন করবে–চ্যানেল আই সেরা নাচিয়ের টপ টেনের সুমাইয়া–মেঘলা–তন্নি–অরমিত ও ফারহান এবং আরেক চ্যানেলে ঈদের দিন “”বাংলা টিভির ৩ দিন ব্যপি নৃত্যানুষ্টান””ছন্দে আনন্দ””প্রগ্রামে ডুয়েট নাচ করবে””জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শীতল ও প্রিন্স–সব গুলো নাচের কোরিওগ্রাফি করবেন–শেরপুর বগুড়ার সুনামধন্য নৃত্যশিল্পী ও ঝংকার ললিতকলা একাডেমির নৃত্যপরিচালক মো: সাদ্দাম হোসেন (প্রিন্স)
Check Also
মুগ্ধতা ছড়াবেন বিজরী বরকত উল্লাহ
শেরপুর ডেস্কঃ বিজরী বরকত উল্লাহ, বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন বরেণ্য নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। মাঝে …