শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ প্রিয়জনের সাথে ঈদ করার উদ্দেশ্যে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন দুই ভাই। রবিবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে মহাসড়কের শেরপুর ধুনট মোড়ে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কোচের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল এক ভাইয়ের, আরেক ভাই গুরুতর আহত হয়ে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি।
এলাকাবাসী জানান, রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে ধুনট মোড়ে নেমে রাস্তার পশ্চিম পার্শ্বে থেকে পুর্ব ধারে পার হচ্ছিলেন দুই ভাই। এ সময় বগুড়াগামী একটি কোচের ধাক্কায় ঘটনাস্থলেই আমিনুল ইসলাম (২৫) নামের এক ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরেক ভাই আনোয়ার হোসেন (২২)। তারা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বেড়েরবাড়ি গ্রামের শাহা আলীর ছেলে বলে জানা গেছে।
নিহতের আত্মীয়স্বজনেরা জানান, দুই ভাই ঢাকায় গার্মেন্টেসে চাকুরী থেকে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। ধুনট মোড়ে বাস থেকে নেমে তারা সিএনজি অটোরিক্সায় চড়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।
নিহত আমিনুলের লাশ শেরপুর থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।