শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো নন্দীগ্রাম উপজেলার বাশৌ গ্রামের সমেজ উদ্দিনের ছেলে গোলাম রব্বানী (২৭), ধুনট উপজেলার নাংলু গ্রামের আব্দুল বাছেদের ছেলে রেজাউল করিম(২৮), সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামের আমম্মদ প্রমিানিকের ছেলে মো. শামীম হোসেন(৩০) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিষ্ণপুর গ্রামের শ্রী যতিন চন্দ্রের ছেলে সুবল চন্দ্র (৪০)।
পুলিশ জানায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কাশিপাড়া এলাকায় গত ২৬ জুন তৃতীয় লিংঙ্গদের (হিজরা) মাইক্রোবাসে ডাকাতি ও ২৮ জুলাই ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে গরু ব্যবসায়ীকে হত্যা করে গরু লুটের ঘটনায় অজ্ঞাতদের নামে শেরপুর থানায় মামলা হয়।
এরই প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান গোপন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম ও এসআই ওসমানসহ পুলিশ সদস্যদের নিয়ে গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মো. গাজিউর রহমান জানান, আটককৃত আন্ত:জেলা ডাকাত দলের এই সদস্যরা দেশের বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, ঢাকা, গাজিপুর, সিলেট সহ বিভিন্ন জেলায় ডাকাতি করে বেড়ায়।
