এম এ রাশেদঃ বগুড়ার ধুনটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও অনুদান বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৫০টি প্রতিষ্ঠানে ২ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান ও ২০১৮-১৯ অর্থ বছরের টিআর প্রকল্পের আওতায় ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরন করা হয়েছে।
উপজেলা নিবার্হি অফিসার রাজিয়া সুলতানার সভাপতিত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ল্যাপটপ ও অনুদান বিতরন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধুনট থানার অফির্সাস ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোর্দ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধরন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমুখ।
