শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইনার হুইল কাব অব বগুড়া। শনিবার সকালে শেরপুরের খামারকান্দি ইউনিয়েনের ঝাঝর এলাকায় বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
ত্রাণ বিতরণকালে ইনার হুইল কাব অব বগুড়া’র সভাপতি অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, সহসভাপতি অধ্যাপিকা মাহমুদা হাকিম, মিসেস নূরদিয়া জাহান লিটা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনোয়ারা খাতুন সোহানা, আইএসও নাসরিন সুলতানা, হাসনা হেনা ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ও আব্দুল মোমিন মহসীন উপস্থিত ছিলেন।