এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে জামায়াতের ২ নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো নিমগাছী ইউনিয়নের নাান্দিয়ার পাড়া গ্রামের মকবুল হোসেন ছেলে শাহাজাহান আলী (৭০) ও ফরিদপুর গ্রামের মন্তেজার রহমানের ছেলে কামরুজ্জামান রাকিব (৩৫)। শুক্রবার রাতে পরোয়ানা মুলে তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়।
থানা সৃত্রে জানা যায়, গত ২০১৪ সালে বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসৃচি পালন কালে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার কর্মকান্ডে অংশ নিয়েছিলো শাহজাহান আলী ও কামরুজ্জামান রাকিব। এসময় বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং পুলিশের উপর হামলা করে এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। এঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে শাহজাহান আলী ও কামরুজ্জামন রাকিবের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
ধুনট থানার অফির্সাস ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, নাশকতার মামলায় আটক শাহজাহান আলী ও কামরুজ্জামান রাকিবকে শনিবার দুপুরে থানা হাজত থেকে আদালতে পাঠানো হয়েছে।