শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুরে ২০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া বসতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ (২২) ও চকপোতা গ্রামরে রুহুল আমিনের ছেলে মো. নাছিম (২৩)।
শনিবার সন্ধ্যায় তাদের বাগড়া এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করে থানা পুলিশের একটি দল।
শেরপুর থানার এসআই ওসমান গণি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।