শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া গ্রামের পুর্ণিমা রানী (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধুর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী গ্রাম পুলিশ গৌতম কুমার রায় (২৮) কে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, প্রায় বছর খানেক পুর্বে পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার বড়াইল গ্রামের মেয়ে পুর্নিমার সাথে বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়ার বুধুন চন্দ্রের ছেলে গৌতম কুমারের বিয়ে হয়। বুধবার বিকালে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে শেরপুর থানা পুলিশ এসময় তার স্বামী গৌতমকে আটক করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার গায়ে আঘাতের নমুনা রয়েছে। গৃহবধুর স্বামী গ্রাম পুলিশ গৌতমকে আটক করা হয়েছে।
Check Also
শেরপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তির প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকে মারপিট
শেরপুরনিউজ২৪ডটনেটঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তির প্রতিবাদ করায় বগুড়ার শেরপুরে এক আওয়ামী লীগ নেতাকে মারপিট …