শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপল্েয সোমবার শেরপুরে হাটে বাজারে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে নিস্ফল অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরের দিকে শহরের বারদুয়ারী হাটে এই অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপল্েয সপ্তাহ ব্যাপী কর্মসুচির অংশ হিসাবে ৪র্থ দিন ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশনা ছিল। গত ১৭ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়।
শেরপুর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি আব্দুল খালেক জানান, সোমবার বারদুয়ারী হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। কিন্তু কাউকে না পাওয়ায় কোন জরিমানা বা দন্ড করা যায় নি।
অভিযান চলাকালে শেরপুর থানার পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
