শেরপুর নিউজ ২৪ ডট নেট : গুড়া দুধ দিয়ে রান্না করা পায়েস খেয়ে খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বগুড়ার শেরপুরের একই পরিবারের ৮ সদস্য। রবিবার বেলা ১১টার দিকে অজ্ঞান অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, অসুস্থরা হলো-শেরপুর উপ শহরের সেকেন্দার আলী শেখ এর ছেলে মোতাহার হোসেন (৭০), তার স্ত্রী সুফিয়া বেগম (৬০),দাড়কিপাড়ার আবুল কালামের মেয়ে মীম (১৫), টাউনকলোনীর জাহাঙ্গীর এর স্ত্রী মোছা. মিতু আক্তার (২০), মেয়ে মাহি (৭), হিমুর স্ত্রী সুরভি আক্তার কলি (১৮), লতা খাতুন (১৫), ও টাউনকলোনীর আফাল উদ্দিনের স্ত্রী রেবেকা (২০)।
মোতাহার হোসেনের ছেলে সোলায়মান আলী জানান, শনিবার রাতে আমার বাবার বাড়িতে সবাই পায়েস খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে তারা অজ্ঞান হতে শুরু করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহজাবিন জানান, খাদ্যে বিষক্রিয়া অসুস্থদের স্যালাইন দেয়ায় পর জ্ঞান ফিরতে শুরু করেছে। তারা বর্তমানে শংকামুক্ত।
Check Also
শেখ হাসিনার জন্যই পদ্মা সেতু সম্ভব হয়েছে- মজনু
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, জননেত্রী শেখ হাসিনার …