জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়ায় পরিচালক (যুগ্মসচিব) জনাব এস এম ফেরদৌস আলম এর বদলি জনিত বিদায় সংবর্ধনা রবিবার অনুষ্ঠিত হযেছে।
প্রতিষ্ঠানের উপ-পরিচালক আলহাজ্জ মুহাঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে নেকটার মিললায়তনে সকল প্রশিক, কর্মকর্তা-কর্মচারী, অতিথি শিকদের উপস্থিতিতে নেকটার পরিবারের প থেকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন প্রশিক মোঃ মাহবুব আলী রতন এবং মোঃ ফজলে রাব্বী। উল্লেখ্য ২৬মে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জনাব এস এম ফেরদৌস আলম, পরিচালক (যুগ্মসচিব), নেকটার বগুড়াকে কারিগরি ও মাদ্রাসা শিা বিভাগের কারিগরী শিা অধিদপ্তরের পরিচালক হিসেবে বদলপূর্বক প্রেষণে নিয়োগ করা হয়। শেষে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সবার জন্য দোয়া করেন মসজিদুন নেকটারের ইমাম হাফেজ মোঃ সিরাজুল ইসলাম।