নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৬শে জুন সকাল ১০টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) নন্দীগ্রাম উপজেলা শাখার বিদায়ী সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম-কাহালু-৩৯, বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন, বিসিডিএস বগুড়া এর প্রধান উপদেষ্টা মশিউর আলম রাজু, বগুড়া জেলা বিসিডিএস এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির, কামাল হোসেন, মুক্তার হোসেন বকুল, আব্দুল মান্নান, নন্দীগ্রাম মডেল প্রেসকাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন প্রমুখ। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সভার পরে সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব মোঃ ইউনুস আলীকে সভাপতি, কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও গোলাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২ বৎসর মেয়াদী কমিটির গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ গোলাম হোসেন।
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
Check Also
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে… নন্দীগ্রামে জেলা প্রশাসক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেছেন, নন্দীগ্রামে কোন মাদক ব্যবসায়ী ও …