শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুরে বাসের চাপায় বুধবার সকাল ৯টার দিকে সেতু (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সেতু শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মো. শাহাদত আলীর ছেলে।
এলাকাবাসী জানান, সকাল ৯টার দিকে নানীর বাড়ি থেকে বাড়ি ফেরার জন্য সেতু মহাসড়কের পুর্ব পার্শ্ব থেকে পশ্চিম পার্শ্বে পার হচ্ছিল। এমন সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে চলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, তার মৃত্যুর কথা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
Check Also
শেরপুরে দাঁড়ানো প্রাইভেট কারকে বাসের ধাক্কা, আহত ২
শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা এক প্রাইভেট কারকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়ায় দুইজন আহত …