Home / বগুড়ার খবর / জেলার খবর / নেকটারে ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ প্রশিক্ষণ উদ্বোধন

নেকটারে ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ প্রশিক্ষণ উদ্বোধন

শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার), বগুড়ায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্স (২০১৮-১৯ অর্থ বছর) ৬ষ্ঠ পর্যায়-এর উদ্বোধনী অনুষ্ঠান ১৫ জুন ২০১৯ খ্রি. শনিবার নেকটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

নেকটার উপ-পরিচালক ও পরিচালকের রুটিন দায়িত্বে আলহাজ্জ মুহাম্মদ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) মোঃ মাসুক মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন এবং বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান।

খবর বিজ্ঞপ্তির।

Check Also

বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুর ডেস্কঃ বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় অবস্থান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =

Contact Us