নিউজ ডেস্কঃঢাকায় সিনেমার স্বপ্নজাল খ্যাত নায়িকা পরীমনি। বেশ অনেক দিন হলো বড় পর্দায় দেখা মিলে না তার। অনেকেই ভেবে ছিলেন হয়তো চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে না ভালো কাজের জন্যই তার কিছু দিনের বিরতি নেয়া।
চলতি বছরই নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ শিরোনামে ছবিতে অভিনয়ের কথা শোনা গিয়েছিলো পরীমনির। সেই ধারাবাহিকতায় এবার বিরতি কাটিয়ে ফের বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাড়াচ্ছেন পরীমনি।
আগামী ১৮ জুন থেকে ফরিদপুরে শুরু হচ্ছে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আমরা সবাই ১৭ তারিখেই ফরিদপুর যাবো। তবে সে দিন শুটিং করবো না। পরের দিন অর্থাৎ ১৮ তারিখ থেকে ক্যামেরা ওপেন করবো। প্রথম লটে শুটিং করবো ১৮ থেকে ২৫ তারিখ পর্যন্ত। এই লটে পরীর সঙ্গে থাকবে মনিরা মিঠু ও বাবু ভাই।’
এদিকে পরীমনিকে নিয়ে চয়নিকা বলেন, ‘বিশ্বসুন্দরী হতে যা প্রয়োজন তা সব কিছুই পরীমনির মাঝে আছে। মোট কথা পরী একটা প্যাকেজ। সুতরাং আমার ছবির জন্য পরীর বিকল্প নেই।’