শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে আহত করতোয়া গেটলকের চালক মো. শহিদুল ইসলাম (৪০) দুপুর ১টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
তার মৃত্যুতে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেছে। বাদ মাগরিব তার গ্রামের বাড়িতে তাকে নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।
