শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বগুড়ার শেরপুর মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ মার্চ শুক্রবার বগুড়ার মহাস্থানগড় যাদুঘরে সংগঠনের দ্বি বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটিতে যারা রয়েছেন তারা হলেন- সভাপতি সাকিল মাহমুদ শামীম (দৈনিক ডেসটিনি ও আজ ও আগামীকাল) সহ সভাপতি আব্দুল হান্নান রোকন (দৈনিক আমাদের বাংলা ও তথ্যমালা), সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক বাংলা বুলেটিন), যুগ্ম সম্পাদক আবু রায়হান রানা (দৈনিক কালের খবর ও গাবতলী সংবাদ), সাংগঠনিক সম্পাদক আশাদুজ্জামান আশা (কলকাতা টিভি), দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (জনকথা ও সাপ্তাহিক আজকের শেরপুর), সাহিত্য সম্পাদক মমিনুল ইসলাম ( সাপ্তাহিক হাতিয়ার ) নির্বাহী সদস্য শাহাদত হোসেন (আলো প্রতিদিন) ও আশরাফ আলী (শেরপুর নিউজ ২৪ ডট নেট)।
এছাড়া সদস্য রয়েছেন- রফিকুল ইসলাম রফিক (দৈনিক মুক্ত সকাল), এরশাদ হোসেন (দৈনিক মুক্তবার্তা ও ক্রাইম ডায়েরী), শাহআলম ফিরোজ (দুর্জয়বাংলা) আব্দুল খালিদ তরুন (সোনালীনিউজ), জাকারিয়া মাসুদ (প্রত্যাশা প্রতিদিন), মাসুদ ফারুক বাবলু (দৈনিক বগুড়া), মাসুদ রানা (কলকাতা টিভি), আব্দুর রশিদ (কর্মত্রে), তোফাজ্জল হোসেন (নিউ নেশন), মামনুর রশিদ চৌধুরী (প্রভাতের কথা), সাইদুল ইসলাম (উত্তরবাংলা ডটকম) ও আবু সাঈদ ফকির (দৈনিক আমাদের বাংলা)।
Check Also
এবি ব্যাংকের ঋণ অনুমোদন অনুসন্ধানের নির্দেশ আদালতের
শেরপুর নিউজ ডেস্কঃ নামসর্বস্ব প্রতিষ্ঠানকে এবি ব্যাংকের সাড়ে তিনশ কোটি টাকা ঋণ অনুমোদনের অভিযোগ অনুসন্ধান …