সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / গাড়ীদহ / শেরপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

শেরপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার দশমাইলে শনিবার দুপুরে ট্রাকের চাপায় লিমন হাসান (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত লিমন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত আহেদ আলীর ছেলে। শনিবার বেলা ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার এসআই রুম্মান জানান, মহাসড়কের উক্ত স্থানে রাস্তা পারাপার হচ্ছিল শিশু লিমন। এ সময় বগুড়া থেকে সিরাজগঞ্জগামী দ্রুতগতির একটি তেলবাহী ট্রাকের (বগুড়া ট-১১-০০০১) চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক তেলবাহী ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি ।

Check Also

শেরপুরে গোডাউনের তালা ভেঙ্গে ৩শ বস্তা খুদ চুরি

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরের মহিপুর জামতলা এলাকায় গোডাউনের তালা ভেঙ্গে একজন সাবেক পুলিশ সদস্যের ৩শ বস্তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + nine =

Contact Us