ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর দরিদ্র মেধাবী শিক্ষার্থী রত্না আকতারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পৌরসভার মেয়র প্রার্থী সুলতান মাহমুদ। বুধবার দুপুরে তিনি ওই শিক্ষার্থীর হাতে নগদ ২ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া ওই শিক্ষার্থীকে প্রতিমাসে ২ হাজার টাকা করে অনুদান প্রদানের আশ্বাস দেন সুলতান মাহমুদ। এসময় ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, শিক্ষক কামরুল হসান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ বলেন, শিক্ষার্থী রত্নাআকতার ৮ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। তার বাবা নিমগাছী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের দরিদ্র কৃষক দুলাল হোসেন দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত। তাই তার দরিদ্র পরিবার রতœার লেখাপড়ার খরচ চলাতে হিমশিম খাচ্ছে। তাই তাকে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছি।
Check Also
ধুনটে শ্বশুর বাড়িতে এসে দেখা পেলো না স্ত্রীর, মারা গেল স্বামী
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে শ্বশুর বাড়িতে এসে স্ত্রীর সাক্ষাত না পেয়ে হঠাৎ অচেতন হয়ে …