এম.এ.রাশেদ ঃ বগুড়ার ধুনটে ২০ এর অধিক মাদক মামলার আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলো উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে ২০ এর অধিক মাদক মামলার আসামি লস্কর প্রামানিক (৪৫), সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা এলাকার মৃত ডাক্তার আনোয়ার হোসেনের ছেলে রিজুয়ান আমিন লিটন (৩৮), ঘুঘুমারি গ্রামের মৃত বদি মন্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৫)।
থানা সুত্রে জানা যায়, ধুনট থানার এসআই মাইনুদ্দীন ও এ এস আই আওয়াল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী কাতলাহার বাজার এলাকা থেকে মাদক মামলার আসামি লস্কর প্রামানিককে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এস আই মাইনুদ্দীন জানান তার বিরুদ্ধে ধুনট থানায় ১০টি সহ অন্যান্য থানায় প্রায় ২০টি মামলা রয়েছে।
অন্যদিকে কয়েক জনকে আসামি করে ২৫ ফেব্রুয়ারী ২০১৯ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকের একটি মামলা হয়। ধুনট থানার এসআই মন্তেজ আলী, এসআই সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চিকাশী ইউনিয়ন এলাকা থেকে ওই মামলার পালাতক আসামি হিসেবে রিজুয়ান আমিন লিটন,বিপ্লব হোসেনকে আটক করে।
আটককৃতদের রবিবার আদালতে প্রেরণ করে থানা পুলিশ।