শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জামসহ মজুদ করার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যবসায়ী মিজানুর রহমান রবিন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চৌবাড়ি গ্রামের হাজী রফিকুল ইসলামের ছেলে।
রোববার (৩১ মার্চ) দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে সাততলা ভবনের (৩য়-৫ম তলা) মজুদ রাখা গুদামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি জব্দ করা হয়। পুলিশের দাবি জব্দকৃত ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মূল্য কোটি টাকার ওপরে।
বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে ওষুধের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুদ আছে বলে থানা পুলিশ খবর পায়। শনিবার রাতে ওই তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী রবিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার গুদামে সরকারি ওষুধ ও সরঞ্জাম মজুদের বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকালে মফিজ পাগলা মোড়ের ওই গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পেয়ে তা জব্দ করা হয়।
তিনি আরও জানান, রবিন বর্তমানে বগুড়া পৌর এলাকার নারুলীতে বাসা ভাড়া নিয়ে থাকেন। গত দুই বছর ধরে তিনি মফিজ পাগলা মোড়ে সাইরুল ইসলাম নামে এক ব্যক্তির ৭তলা ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ভাড়া নিয়ে ওষুধের গুদাম হিসেবে ব্যবহার করছিলেন। ইতিপূর্বে তিনি বগুড়ার পাইকারি ওষুধের মার্কেট হিসেবে পরিচিত মেরিনা মার্কেটে ওষুধের পাইকারি ব্যবসা করতেন।
Check Also
বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত
শেরপুর ডেস্কঃ বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় অবস্থান …