নিউজ ডেস্কঃ ‘সারভাইভিং ৭১’ নামে অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। এটি নির্মাণ করছেন হলিউড অ্যানিমেটর ওয়াহিদ ইবনে রেজা। মূলত জয়া বাচিকশিল্পী [ডাবিং] হিসেবে কাজ করবেন।
শিগগিরই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কণ্ঠ দেবেন এই অভিনেত্রী। আরও থাকছেন তানযীর তুহীন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান, শাওন এবং পরিচালক ওয়াহিদ ইবনে রেজা নিজেও।
পাশাপশি ছবিটিতে যুক্ত হচ্ছেন বাংলাদেশের আরও বেশ কয়েকজন তারকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশাল প্রেক্ষাপটকে ২-ডি অ্যানিমেশনের মাধ্যমে বড় ক্যানভাসে তুলে আনতে কাজ করছেন ওয়াহিদ।