Home / স্থানীয় খবর / শেরপুরে বিএনপির কম্বল বিতরণ

শেরপুরে বিএনপির কম্বল বিতরণ

16406577_1086738481449690_8199150158005214493_nশেরপুর নিউজ ২৪ ডট নেট: বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেওয়া এ সব কম্বল বিতরণ করা হয়।
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব কম্বল বিতরণ করেন।
এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, শেরপুর উপজেলা বিএনপির আহবায়খ জানে আলম খোকা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

শেরপুরে ওএমএস চাল বিক্রি নেই, যাচ্ছে কালোবাজারে

শেরপুর নিউজ২৪ডটনেটঃ খোলাবাজারে ৩০টাকা কেজিতে চাল বিক্রিতে সাড়া নেই বগুড়ার শেরপুরে। অথচ ডিলারদের কারসাজিতে অবিক্রিত …

Contact Us