সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান

শেরপুর নিউজ ডেস্ক:

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সিরিজে খেলতে নেমেছিলেন। কিন্তু সেখানেই বেধেছে বড় বিপত্তি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। দলের বড় পরাজয় ছাপিয়ে এই মুহূর্তে তিনিই দ্য গ্রিন ম্যানদের বড় দুশ্চিন্তার কারণ।

নিজের সপ্তম ওভারের দ্বিতীয় বল করার পরই মাঠ ছাড়েন হারিস। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তিনি ‘বাম পাশে বুক ও পেটের পেশিতে তীব্র ব্যথা’ অনুভব করেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, পরীক্ষিত এই ফাস্ট বোলার “লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন” এর ইনজুরিতে পড়েছেন। একইসঙ্গে নিশ্চিত করা হয়, পাকিস্তানের ইনিংসের সময় ব্যাট করতে নামবেন না তিনি।

এদিকে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর মাত্র ১১ দিন আগে হারিসের ইনজুরি স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহকে নিয়ে দ্য ম্যান ইন গ্রিনদের পেস বোলিং ইউনিটকে পূর্ণতা দিয়েছিলেন হারিস। তবে লোয়ার গ্রেড ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফিই এখন অনিশ্চিত।

এমন ইনজুরিতে একজন খেলোয়াড়ের ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকেন। মাঝারি গ্রেডে সেটা ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত যেতে পারে। হারিসের ইনজুরি যদি লোয়ার গ্রেডের হয়, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর কিছু অংশ মিস করবেন তিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। করাচিতে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। আর ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ চারদিন পর নামবে স্বাগতিকরা।

Check Also

ছয় মাস পর আজ মাঠে নামছেন সাকিব

শেরপুর নিউজ ডেস্ক: শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল আবুধাবি টি১০-এ। গেল বছরের ৩০ নভেম্বর সেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us