Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরউড ইন্টারন্যাশনাল প্রা: স্কুল এন্ড কলেজ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

“এই বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের শেকড়। শেকড় মজবুত হলে তবেই গাছ শক্ত হবে। শিক্ষার শেকড় মজবুত করতে হবে মানসম্মত শিক্ষা দিয়ে।”
বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর চলা এই আয়োজনে নানা বয়সী প্রাক্তন ছাত্র-ছাত্রী, সাবেক শিক্ষক, অভিভাবকরা অংশ নেন। কেউ এসেছেন ১০ বছর আগের ব্যাচ থেকে, কেউবা সদ্য পাস করা ব্যাচের। সবাই যেন ফিরে যান শৈশবের সেসব দিনগুলোতে—কাঠের বেঞ্চ, ধুলো-ধূসরিত মাঠ আর একেকজন স্বপ্নবাজ শিক্ষক-শিক্ষিকা।
সোমবার (০৯ জুন) সকালে শেরউড ইন্টারন্যাশনাল প্রা: স্কুল এন্ড কলেজ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই মিলনমেলায় আমরা শুধু স্মৃতি রোমন্থন করতে আসিনি, এসেছি প্রতিজ্ঞা করতে—আমরা কুয়ানটিটির পেছনে ছুটে নয়, গুণগত শিক্ষার পথ ধরবো।” তার এই মন্তব্যে করতালির ঝড় ওঠে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। এরপর র‌্যালী, সংগীত, খেলাসহ দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল। প্রেস বিজ্ঞপ্তি:

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us