সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / অভিনেত্রী ও নির্মাতা শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ

অভিনেত্রী ও নির্মাতা শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ

শেরপুর নিউজ ডেস্ক:
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ব্যাপক জিজ্ঞাসাবাদের পর দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনকে ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়।

পরে রাতে সোহানা সাবাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Check Also

চুপিসারে কাকে নিয়ে কান ফিল্প ফেস্টিভ্যালে জাহ্নবী কাপুর?

শেরপুর নিউজ ডেস্ক: শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন জাহ্নবী কাপুর-বলিউডে এমন গুঞ্জন চলছে বহুদিন ধরে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us