Bogura Sherpur Online News Paper

বগুড়া সদর

বগুড়ায় চামড়ার বাজারে ধস

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে এবারও ধস নেমেছে। শহরের কিছু স্থানে চামড়া কেনাবেচা হলেও গ্রামাঞ্চলে চামড়া পড়ে থাকলেও ক্রেতা নেই। সবচেয়ে খারাপ অবস্থা খাসি ও ভেড়ার চামড়ার। খাসির চামড়া সর্বনিম্ন ৫ টাকায় বিক্রি হচ্ছে, আর অনেক জায়গায় এসব চামড়া কেউ কিনছেই না।

শনিবার (৭ জুন) বেলা ১২টার দিকে শহরের ইয়াকুবিয়া মোড়ে চামড়া ব্যবসায়ী রনি জানান, তিনি গরুর চামড়া ৫০০ থেকে ৮০০ টাকায় কিনছেন। তবে খাসি বা ছাগলের চামড়া কেউ নিতে চাচ্ছে না বলেও জানান তিনি।

গাবতলীর লাঠিগঞ্জ গ্রামের মৌসুমি চামড়া ব্যবসায়ী সায়েদ আলী গ্রাম থেকে বেশ কয়েকটি গরু ও ছাগলের চামড়া ভ্যানে করে শহরে নিয়ে আসেন। দুপুর ২টা পর্যন্ত কোনো চামড়া বিক্রি করতে পারেননি। তিনি বলেন, “যেখানেই যাই, কেউ দামও বলে না। ছাগলের চামড়া তো কেউ নিতে চায় না।”

বিকেলের দিকে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, মৌসুমি ব্যবসায়ীরা চামড়া নিয়ে বসে আছেন, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করতে পারছেন না।

বগুড়া সদরের ঘোলাগাড়ি গ্রামের আব্দুল মজিদ বলেন, “আমার ৯৬ হাজার টাকার গরুর চামড়া এখনো বাড়িতেই পড়ে আছে। সন্ধ্যা পর্যন্ত কেউ কিনতে আসেনি। শুধু আমার না, গ্রামে অসংখ্য চামড়া অবিক্রিত।”

বাজারে অনুসন্ধান করে জানা গেছে, গরুর চামড়া আকারভেদে ৩০০ থেকে সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বেশি চামড়া ৫০০ থেকে ৭০০ টাকাতেই কেনাবেচা হচ্ছে। খাসির চামড়া সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দাম ১০ টাকার নিচে নেমে এসেছে।

স্থানীয় চামড়া ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয়, লবণ, মজুদ সুবিধার ঘাটতি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

চামড়া ব্যবসায়ী জুয়েল রানা বলেন, “খরচ বাড়ছে, কিন্তু দাম কমছে। চামড়া সংরক্ষণের খরচ, পরিবহন—সব খরচ মিলিয়ে ব্যবসা আর টিকছে না। বছরের এই একটা মৌসুমে ব্যবসা করি, এবার লাভ তো করতেই পারিনি, উল্টো ক্ষতিতে পড়েছি।”

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us