সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / এবার রেস্তোরাঁ উদ্বোধনে বাধার মুখে অপু বিশ্বাস

এবার রেস্তোরাঁ উদ্বোধনে বাধার মুখে অপু বিশ্বাস

শেরপুর নিউজ ডেস্ক: এবার বাধার মুখে ঢাকার কামরাঙ্গীচরের সোনার থালা নামের রেস্তোরাঁ উদ্বোধন করতে পারলেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে টাঙ্গাইলে পরীমণি এবং চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েন।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীরুল ইসলাম জানান, গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীচরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন করা হয়।

ওসি আমীরুল ইসলাম বলেন, উদ্বোধনের জন্য আসছেন অপু বিশ্বাস, এমন খবর পাওয়ার পর স্থানীয় হুজুররা প্রতিবাদ জানান। পরিপ্রেক্ষিতে তাকে ছাড়ায় রেস্তোরাঁ চালু করেন মালিকরা। তাদের আশঙ্কা ছিল, অপু বিশ্বাসকে আনলে হুজুররা বিশৃঙ্খলা করতে পারেন।

রেস্তোরাঁ মালিকরা বলেন, আমরা অপু বিশ্বাসকে আনছি না। আমাদের ব্যবসা করে খেতে হবে। সবাইকে নিয়ে চলতে হবে। কারো সঙ্গে আমাদের বিরোধের দরকার নেই।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় কিছু মানুষের ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে অপু বিশ্বাসকে দিয়ে রেস্তোরাঁর উদ্বোধনে আপত্তি জানিয়ে বলতে দেখা গেছে, তাকে এনে রেস্তোরাঁ উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে মালিকরা। ফলে মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।

Check Also

জনপ্রিয় তারকাজুটি যশ-নুসরাতের সংসার ভাঙার গুঞ্জন!

  শেরপুর নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান-যশ দাশগুপ্ত। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us