সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই

বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই

শেরপুর নিউজ ডেস্ক: এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই শুটার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সাদিয়া সুলতানার বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার সাদিয়া আর নেই। দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত আটটার দিকে চট্টগ্রাম শহরের হামজারবাগস্থ মোমিনবাগ অনির্বাণ ক্লাব প্রাঙ্গণে কৃতি শুটার সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

Check Also

মোস্তাফিজ-হাসানের বোলিংয়ে জয় পেল বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: জয়ের জন্য শেষ ৫ ওভারে সংযুক্ত আরব আমিরাতের প্রয়োজন ছিল ৫৩ রান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us