সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / নিউজিল্যান্ড প্রথমবার চ্যাম্পিয়ন

নিউজিল্যান্ড প্রথমবার চ্যাম্পিয়ন

শেরপুর নিউজ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। দুবাইয়ে আজ ফাইনালে প্রোটিয়া মেয়েদের ৩২ রানে হারিয়ে ১৫ বছরের অধরা স্বপ্ন পূরণ করেছে কিউইরা।

২০০৯ ও ২০১০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার ফাইনালে উঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রানের বিশাল স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১২৬ রান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৪৩ রান করেন অ্যামেলিয়া কের। ২৮ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রুকি হালিডে। অভিজ্ঞ ওপেনার সুজি ব্যাটস করেন ৩১ বলে ৩২ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩৩ রান করেন লরা উলভারডট। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে ১৭ রান করেন আরেক ওপেনার তাজমিন ব্রিটস। মিডলঅর্ডারে ১৬ বলে ১৪ রান নেন চোল ট্রায়ন।

ব্যাটে হাতে ৪৩ রান আর বল হাতে ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ফাইনালসেরা হন অ্যামেলিয়া কের।

Check Also

আইসিসি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

শেরপুর নিউজ ডেস্ক: সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প কে? উত্তরে টাইগার ক্রীড়াপ্রেমীদের অধিকাংশই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =

Contact Us