সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন প্রিয়াঙ্কা

বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন প্রিয়াঙ্কা

শেরপুর নিউজ ডেস্কঃ

দীর্ঘদিনের ক্যারিয়ারে মডেলিং, উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা জামান। তার বেশি ব্যস্ততা নাটক ঘিরেই।

দেশের শীর্ষ স্থানীয় এক অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব। এছাড়া বিয়ের পর অভিনয় ছেড়ে দেয়ারও ইচ্ছা আছে। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।

অভিনয়কে পেশা হিসেবে নিলেও ধর্মীয় ব্যাপারে খুব গুরুত্ব দেন প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন বলে জানান তিনি। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান করতে দেখা যায় তাকে। প্রিয়াঙ্কার দাবি, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে তাকে বিষয়টি জানিয়েছেন। ঘুমের আগে সুরা মুলক না পড়লে সেদিন শান্তিতে ঘুমাতে পারেন না বলেও জানান প্রিয়াঙ্কা।

Check Also

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া কারামুক্ত

শেরপুর নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us