Bogura Sherpur Online News Paper

বিনোদন

বিমানবন্দর থেকে ফিরে গেলেন গ্ল্যামার কুইন দিশা পাটানি

শেরপুর নিউজ ডেস্ক :

চলচ্চিত্রে যেমন তিনি ঝলমলে, বাস্তব জীবনেও তেমনি আলোচিত বি-টাউনের গ্ল্যামার কুইন দিশা পাটানি। ফ্যাশন সেন্স আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতিতে প্রায়ই থাকেন খবরে। তবে এবার একটু অন্য কারণে শিরোনামে এলেন এই বলিউড অভিনেত্রী।

রোববার সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল দিশাকে। ছিলেন সাদা ফুলহাতা টি-শার্ট আর নীল ব্যাগি ডেনিম জিনসে। গাড়ি থেকে নেমে হাসিমুখে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে এগিয়ে গেলেন বিমানবন্দরের দিকে। কিন্তু সেখানেই বাধল বিপত্তি, কারণ সঙ্গে ছিল না পাসপোর্ট!

বিমানবন্দরের গেটে গিয়ে বিষয়টি বুঝতেই থমকে গেলেন দিশা। কিছুক্ষণ পরই ফেরেন। হতচকিত পাপারাজ্জিরা জানতে চান, কী হয়েছে? দিশার উত্তর ছিল হালকা হাসিতে— ‘কিছু না’। এরপর আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে চলে যান তিনি।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। অনেকেই মন্তব্য করছেন—’তারকা হলেও, পাসপোর্ট নিতে ভুলে যাওয়া দোষ।’

দিশা ঠিক কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। গত মাসে মোনাকোতে অনুষ্ঠিত ‘এফ ওয়ান গ্র্যান্ড পিক্স ২০২৫’-এ যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে তার ফ্যাশনেবল লুক নিয়ে ছিল তুমুল আলোচনা—ব্যাকলেস টপ, ব্যাগি জিনস, মানানসই সানগ্লাস আর হাতে স্টাইলিশ ব্যাগ, সব মিলিয়ে পারফেক্ট প্যাকেজ!

২০১৬ সালে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দিশার। এরপর তামিল ছবি ‘লোফার’, আর একটি আন্তর্জাতিক প্রজেক্টে সোনু সুদের সঙ্গে কাজ করে নিজের অবস্থান মজবুত করেন তিনি।

বর্তমানে দিশা ব্যস্ত অ্যাকশন-কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং নিয়ে। সূত্র: মিন্‌ট

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us