সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্কঃ
সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে এদিন রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় আনা হচ্ছে।

ছাত্র–জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল থেকে নির্বাচিত সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তিনি। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

আব্দুর রাজ্জাক বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে চাকরিজীবন শেষ করেন তিনি।

Check Also

প্রত্যাহারের পর ইউএনও থেকে এডিসি হলেন সেই কর্মকর্তা

শেরপুর নিউজ ডেস্ক: ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রত্যাহার হওয়া ফরিদপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 2 =

Contact Us