সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শাকিলা

বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শাকিলা

শেরপুর নিউজ ডেস্ক:

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের বিয়ের ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’। অভিনেত্রীর সেই পোস্ট থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেছেন তিনি। এমনকি একেবারেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

বিয়ের সময় এই অভিনেত্রীর পরনে ছিল রানী গোলাপী জমিনের ওপর ভারী কাজ করা বেনারসি। সঙ্গে ছিলো সোনালী নেটের ওড়না। আর তার বরের পরনে ছিলো অফ হোয়াইট শেরওয়ানি ও মেরুন ভ্যালভেটের পাগড়ি।

অভিনেত্রী জানান, দুজনের আগে থেকেই পরিচয় ছিল। প্রায় ৮ বছরের বন্ধুত্ব। তবে সেটাকে প্রেম বলা চলে না। এরপর পারিবারিক সিদ্ধান্তেই ছোট করে বিয়ের আয়োজন।

অভিনেত্রীর বিয়ের খবরে একাধিক শোবিজ তারকা শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
প্রসঙ্গত, শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিয় অর্জন করেছেন।

Check Also

জনপ্রিয় তারকাজুটি যশ-নুসরাতের সংসার ভাঙার গুঞ্জন!

  শেরপুর নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় তারকাজুটি নুসরাত জাহান-যশ দাশগুপ্ত। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us