শেরপুর নিউজ ডেস্ক: নাটকের মতো ওটিটি মাধ্যমেও সফল কাজল আরেফিন অমি। ইউটিউবে যেমন ঝড় তুলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’সহ বিভিন্ন নাটক দিয়ে তেমনই ‘হোটেল রিল্যাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ দিয়ে কাঁপিয়েছেন ওটিটি। এরপর অমি ঘোষণা দেন তার নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুখ অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
জানা গিয়েছিল, ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম বঙ্গে ছবিটি মুক্তি পাবে। তবে ১২ ফেব্রুয়ারি অমি জানালেন, ভালোবাসা দিবসে নয়, ঈদে মুক্তি পাবে ‘হাউ সুইট’।
সামাজিক মাধ্যম ফেসবুকে অমি লিখেছেন, ‘সবাইকে দারুণ একটি অভিজ্ঞতা উপহার দিতে আমরা ঈদুল ফিতরে ‘হাউ সুইট’ মুক্তি দিচ্ছি। ওয়েব ফিল্মটি নির্মাণে কিছুটা বেশি সময় লেগেছে। তবে এই সময়ে আমাদের সঙ্গে থাকায় আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।’
নির্মাতা জানিয়েছেন, ‘হাউ সুইটে’র পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে না পারায় একটু বেশি সময় লাগছে।
Bogura Sherpur Online News Paper