সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / রাজেন্দ্র কলেজে ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ প্রদান

রাজেন্দ্র কলেজে ‘এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ প্রদান

শেরপুর নিউজ ডেস্ক:

 

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ থেকে এমএসসি ও বিএসসির (অনার্স) দুই শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কলেজের শতাব্দী ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরস্কার প্রদান করা হয়।

গণিতে ‘এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক’ পেয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের মনিরা আক্তার (বিএসসি অনার্স ২০২২) ও খন্দকার ফখরুল আলম (এমএসসি ২০২১) নামে দুই কৃতী শিক্ষার্থী। মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকেরা তাদের নির্বাচিত করেন। উভয়কে এক ভরি ওজনের স্বর্ণপদক এবং যথাক্রমে ১০ হাজার এবং ১৫ হাজার নগদ টাকা পুরস্কার দেওয়া হয়।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম হালিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ মুজিবুর ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান, উপাধাক্ষ্য প্রফেসর মো. ওবায়দুর রহমান ও শিক্ষক কাউন্সিলের সম্পাদক মোহাম্মাদ ফজলুল করিম।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, এ পুরস্কার আমাদের এবং উত্তরসূরি শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে।

ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাইরে একমাত্র রাজেন্দ্র কলেজে এ পদক দেওয়া হয়। এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।

Check Also

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীরের

শেরপুর নিউজ ডেস্ক: তিতুমীর কলেজসহ রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =

Contact Us