সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার যে ভিডিও ভাইরাল

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার যে ভিডিও ভাইরাল

শেরপুর নিউজ ডেস্ক:

সারা বছর কাজ করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর কাজে ফিরতেই মন চাইছে না তার! তেমনই জানালেন ভক্তদের। গত এক বছর অভিনেত্রী ব্যস্ত ছিলেন নানা কাজে। দীর্ঘ দিন বিদেশে শুটিং করছিলেন ‘সিটাডেল’-এর পরবর্তী পর্বের। সঙ্গে নিয়ে গিয়েছিলেন মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে।

সে কাজ অবশ্য শেষ হয়েছে গত বছর। বছর শেষে সপরিবার বেড়াতে গিয়েছিলেন লম্বা ছুটিতে। নতুন বছরের শুভেচ্ছা-সহ একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। কোনোটিতে নিজের অবসর যাপনের ছবি, কোনোটিতে স্বামী নিক জোনাসের সঙ্গে বিশেষ মুহূর্ত, কোথাও মেয়ের কার্টুন দেখার ভিডিও। ভক্তরাও খুশি প্রিয়াঙ্কার দারুণ সব ছবি দেখে।

 

কিন্তু এবার কাজে ফেরার পালা! ৬ জানুয়ারি প্রিয়ঙ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটি ছোট্ট ভিডিও। সেই রিলে দেখানো হয়েছে ‘লর্ড অফ রিংস’-এর ‘গ্যানডলফ্’ বলছে, এখানকার কিছুই আমার আর মনে নেই। রিলের ভেতরে লেখা, ‘ছুটি কাটিয়ে কাজে ফিরতে চলেছি। এরপর মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

বোঝাই যাচ্ছে, অবসরযাপনে এমন নিমগ্ন ছিলেন প্রিয়াঙ্কা, যে ভুলেই গিয়েছেন কোনো কোনো কাজ করতে হবে তাকে। এ হলো এক ধরনের মানসিক অবস্থা। যেখানে সত্যিই আর কাজে ফিরতে ইচ্ছে করে না। প্রিয়াঙ্কাও ভুগছেন সেই সমস্যায়। লড়াই করছেন মনের সঙ্গে। কারণ নতুন বছরে নতুন কাজ তাকে করতেই হবে।

২০২৪ সালে অনেক কাজ করেছেন প্রিয়াঙ্কা। ‘দ্য ব্লাফ’ এবং ‘সিটাডেল’-এর শুটিং শেষ করেছেন। মনে করা হচ্ছে নতুন বছরেই বলিউডে ফিরছেন নায়িকা। সম্প্রতি জানা গেছে, এসএস রাজামৌলির সঙ্গে মহেশবাবুর বিপরীতে একটি ছবিতে দেখা যেতে পারে প্রিয়ঙ্কাকে। ছবিটি জঙ্গল অভিযান সংক্রান্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।

Check Also

সুখে থাকার মন্ত্র কি জানালেন অপু বিশ্বাস

শেরপুর নিউজ ডেস্ক: ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ক্যারিয়ার নিয়ে হোক কিংবা ব্যক্তিগত জীবন- ভালো-খারাপ দুইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

Contact Us